মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এ সম্মেলনে উদ্বোধন করেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা।
সম্মেলনে এবারের শ্লোগান ছিল- “পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সম অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।''
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক সনৎকুমার সাহা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদা রেহানা ও সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, বীর মুক্তিযোদ্ধা কবি রুহুল আমিন প্রামানিক, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি আব্দুস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় ও নওগাঁ জেলা শাখার সভাপতি নুরজাহান বেগম প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, সমাজে ধর্মীয় বলয়ের কারণে নারীরা আজও পিছিয়ে আছে। তাছাড়া ধর্মীয় উগ্রবাদের কারণে নারীর ব্যক্তি জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারীদের অগ্রগতিতে অন্তরায় দৃষ্টি করছে। তাই নারীপুরুষের ভেদাভেদ ভুলে সমতার ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান কর হয়। এছাড়া জাতিসংঘের নারী মানবাধিকার সনদ সিডও উপর সংরক্ষণ প্রত্যাহার এবং সিডও সনদের পূর্ণ অনুমোদনের দাবি জানানো হয়। এমনকি নারীর সম্পত্তি লাভের ক্ষেত্রে বৈষম্যের নীতি প্রত্যাহার করে সমতার ভিত্তিতে পরিবারিক সম্পত্তি বন্টন আইন প্রণয়ণের দাবি জানান বক্তারা।
এসময় পরিষদের বিভিন্ন পর্যায়ের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পঞ্চম এ সম্মেলনে মহিলা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটির নতুন সভাপতি অধ্যাপক রাশেদা খালেক ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোবাররা সিদ্দিকা।
বিডি প্রতিদিন/এএম