আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)-তে ফল ২০২২-২৩ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওরিয়েন্টেশনটি বিভিন্ন অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ৬টি সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি সম্পর্কে অবহিত করা হয়।
এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি নবাগত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের এআইইউবিতে স্বাগত জনান এবং তাদের শিক্ষাজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করে শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
নবীনবরণে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীল মনোভাব সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই