স্বাগতিক নেপালি মেয়েদের ১-৩ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল টিমের শিরোপা অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
বাংলাদেশ নারী ফুটবল টিমের উত্তরোত্তর সাফল্য কামনা করে বুধবার রাতে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ বাংলাদেশের নারীরা প্রতিটি ক্ষেত্রেই তাদের সফলতার স্মারক রেখে চলছে। বাংলাদেশ নারী ক্ষমতায়নে যে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল আজকের এই শিরোপা অর্জন।
আমি প্রত্যাশা রাখবো, বাংলাদেশ নারী ফুটবল দল তাদের সফলতা ধরে রাখবে এবং ভবিষ্যতে শুধু সাফ চ্যাম্পিয়নশিপ নয়, তারা বিশ্বকেই জয় করবে।
বিডি প্রতিদিন/আবু জাফর