‘ডিজিটাল পদ্ধতি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’-প্রতিপাদ্য নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
বুধবার (০৮ মাড়ড়চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩'র উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষকমন্ডলী, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থীসহ হলের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠিানে উপাচার্য বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে হলে নারী জাগরণ প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও তাদের সমঅধিকার নিশ্চিত করতে হবে। নারীদের তাদের অধিকারের বিষয়ে সচেতন হতে হবে। সকল প্রকার জড়তা ও প্রতিবন্ধকতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাদের সাথেই এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
উদ্বোধন শেষে শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ