জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মঙ্গলবার প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র প্রো-ভাইস-চ্যান্সেলর (দায়িত্ব প্রাপ্ত ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. অলোক কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন শেকৃবি ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।
আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রারসহ হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/হিমেল