২৮ মে, ২০২৩ ২৩:১৯

গুচ্ছের সি ইউনিটের ফল দু-একদিনের মধ্যে

জবি প্রতিনিধি

গুচ্ছের সি ইউনিটের ফল দু-একদিনের মধ্যে

সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার ফলাফল দু-এক দিনের মধ্যে প্রকাশ হতে পারে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানান।

তিনি আরও  জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের ৩ হাজার ৩৩২ টি আসনের বিপরীতে সারাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৬৪ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৮ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী যা শতকরায় ৯৬ দশমিক ১৯৭ শতাংশ।

ভর্তি পরীক্ষার সব তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) পাওয়া যাবে।

এদিকে এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর