৩ জুন, ২০২৩ ২০:৩১

গুচ্ছের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৪ শতাংশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গুচ্ছের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৪ শতাংশ

সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিজ্ঞান অনুষদের ৯ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে সারাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৫৭ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী, যা শতকরা ৯৪ দশমিক ৪৫ শতাংশ।

উল্লেখ্য, গত ২০ মে মানবিক বিভাগের ৯৪ হাজার ৬৪১ জন এবং ২৭ মে ব্যবসায় শিক্ষা অনুষদের ৩৮ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হয়েছে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর