অ্যাম্বুলেন্স দিতে দেরি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা কেন্দ্রে ভাঙচুর করার ঘটনায় আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্যসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বহিষ্কৃত অন্য শিক্ষার্থীরা হলেন-একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক ও সালমান আজিজ। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের ২০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মেডিকেলে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে উপাচার্য। তদন্ত কমিটির আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা গ্রহণ করতে আসেন কাব্য। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান মিল্টন তাকে ইনজেকশন দেন। এর আধাঘণ্টা পর কুষ্টিয়া পাঠানোর জন্য ডাক্তারের সাথে বাক-বিতণ্ডা শুরু করেন কাব্য। ডাক্তার তাকে অ্যাম্বুলেন্স জরুরি ছাড়া দেওয়া হয় না বলে জানান।
এরপর চিকিৎসা কেন্দ্রের অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেন এবং প্রোক্টরিয়াল বডি অনুমতি না দেওয়ায় গাড়ি দিতে রাজি না হওয়ায় অ্যাম্বুলেন্স চালক শাহিনুজ্জামানকে মারধর করেন কাব্য ও তার সহযোগীরা।
বিডি প্রতিদিন/এমআই