শিক্ষা সফর সম্পন্ন করেছে ঐতিহ্যবাহী ঢাকা কমার্স কলেজ। রাজধানীর সদরঘাট থেকে সুন্দরবন-১৬ লঞ্চে চেপে চাঁদপুরে সাগর মোহনা পর্যন্ত এই শিক্ষা সফর উপভোগ করেন কলেজটির শিক্ষার্থীরা।
সকালে পায়রা ও বেলুন উড়িয়ে শিক্ষা সফর ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও অতিথিরা।
যাত্রার শুরুতে নদী দূষণ নিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের নানা বিষয় অবহিত করেন। তারা উদাহরণ হিসেবে বুড়িগঙ্গার বাস্তব চিত্র দেখান।
সফরের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য মো. শামসুল হুদা, কলেজের গভর্নিং বডির সদস্য আহমেদ হোসেন, অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্, ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/নাজমুল