রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন শাখা ছাত্রলীগের নেতা ইনজামুল হক। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং তাকে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে কোনও মামলা আছে কি না যাচাই করা হচ্ছে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।
আটককৃত এ ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং মতিহার হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার অনুসারী ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ