মনিরত্নমের হাত ধরেই ইরুভার ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন ঐশ্বরিয়া রায়। আর এ মনিরত্নমের ছবি গুরু থেকেই অভিষেকের সঙ্গে প্রেমপর্বের শুরু। বিয়ের পরেও সেই মনি স্যরের রাবন ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়া জুটি। এবারে সেই মনি স্যরের হাত ধরেই অভিনয়ে ফিরতে চলেছেন সাবেক বিশ্বসুন্দরী।
জানা গেছে, অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে মনিরত্নমের সমীকরণ বরাবরাই অসাধারণ। কিন্তু এবারে মনির চরিত্রে নারী চরিত্রই প্রধান। মা হওয়ার পর ঐশ্বরিয়াও কাজের ব্যাপারে খুবই সাবধানী হয়ে উঠেছেন। আরাধ্য প্লে স্কুলে ভর্তি হওয়ার পরই কামব্যাকের কথা ভাবছিলেন তিনি। আর মনি বা বনশালিই ছিল তার কামব্যাকের প্রথম পছন্দ।
অপরদিকে, রাম-লীলা ছবিতে আইটেম নম্বর করার কথা ছিল তার। কিন্তু গানের কিছু কথা নিয়ে আপত্তি ছিল। কথা বদলাতে বনশালি রাজি না হওয়ায় তার জায়গায় আসেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ভবিষ্যতে বনশালির ছবিতেও কাজ করতে যথেষ্ট আগ্রহী তিনি।