চারপাশে প্রায় অর্ধশত নারী। কয়েকজন পুরুষও উঁকি মারছেন। সামনে দাঁড়ানো সিলেট করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নারীরা তোপ দাগছেন মেয়রের দিকে। তাদের তোপের বিষয়টি অবগত হয়ে মেয়র আরিফ সাথে সাথেই নিলেন ব্যবস্থা, শান্ত হয়ে ঘরে ফিরলেন নারীরা। এমন ঘটনা ঘটেছে মঙ্গলবার সিলেট নগর ভবনে।
জানা যায়, সিলেট নগরীর তোপখানা এলাকায় গত প্রায় তিন মাস ধরে পানির সমস্যা রয়েছে। সিটি করপোরেশন থেকে মাঝে মধ্যে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা হলেও তাতে থাকে দুর্গন্ধ, ময়লা; কখনো বা পাওয়া যায় কেঁচো। এ বিষয়টি কয়েকবার সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখাকে জানালেও কাজ হয়নি।
সপ্তাহখানেক ধরে তোপখানা এলাকায় পানি সরবরাহ বন্ধ ছিল। এতে চরম বিপাকে পড়েন ওই এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে মঙ্গলবার অর্ধশত নারী সিলেট নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। তারা ‘পানি চাই, পানি চাই/দিতে হবে, দিতে হবে’ স্লোগান দেন। এসময় মেয়র আরিফ তার কার্যালয় থেকে বেরিয়ে আসেন। তিনি ভুক্তভোগী নারীদের অভিযোগ শুনেন।
বিক্ষুব্ধ নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে শোধনাগার থেকে তোপখানা এলাকায় পানি সরবরাহ করা হয়, তা পানের অনুপযোগী। নতুন সংযোগের মাধ্যমে তাদের পানি সরবরাহের চেষ্টা চলছে। এক সপ্তাহ ধরে পানি পুরোপুরি পাওয়া যাচ্ছে না, এটা আমি জানতাম না। কেউ আমাকে বিষয়টি বলেনি।
আরিফ বলেন, আজ (মঙ্গলবার) বিকেল থেকেই সিটি করপোরেশনের গাড়ি দিয়ে তোপখানায় পানি সরবরাহ করা হবে। যতোদিন পাইপ লাইনে পানি দেয়া সম্ভব হবে না, ততোদিন গাড়ি দিয়ে পানি দেয়া হবে।
এসময় তিনি সিটি করপোরেশনে পানি শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মেয়রের এমন আশ্বাসে স্বস্তি নিয়ে ঘরে ফিরেন নারীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মেয়রের কথা অনুযায়ী মঙ্গলবার বিকেল থেকেই গাড়ি দিয়ে তোপখানায় পানি সরবরাহ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৮ মার্চ, ২০১৮/ফারজানা