সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনীর ৪/৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় সুত্রে জানা গেছে, ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে আগ্নিকাণ্ডের সুত্রপাত। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপী।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৮/মাহবুব