সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর কোয়ারিতে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে শ্রমিক নিহতের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি।
আটককৃতরা হলেন- জাফলংয়ের লামাপুঞ্জি এলাকার পাথর কোয়ারির মালিক দেলোয়ার হোসেন ও জুয়েল আহমদ।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, নিহত শ্রমিকদের স্বজনরা মামলা দায়ের করেননি। পুলিশ বুধবার দুজনকে আটক করেছে। মামলা দায়ের হলে তাদেরকে গ্রেফতার দেখানো হবে।
গত মঙ্গলবার বিকেলে জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় শহীদ ডাক্তারের মালিকানাধীন জায়গা থেকে ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তোলন করার সময় মেশিনের পাইপ ছুটে আঘাত করলে শ্রমিক নাজিম উদ্দিন (২৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই এলাকার বিল্লালের মালিকানাধীন কোয়ারি থেকে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় উসমান মিয়া (৩০) নামের আরেক শ্রমিক নিহত হন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন