হবিগঞ্জের নবীগঞ্জে 'হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসে'র একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে ৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৫জন জন।
ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ, তাজপুরের ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এস এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়।
স্থানীয়রা বলছেন, এসময় বাসটি নিয়ন্ত্রণ হাড়িয়ে পার্শ্ববর্তী জমিতে পাড়ে গিয়ে নিহতের ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমল চন্দ্র ভৌমিক জানান, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।
বিডিপ্রতিদিন/ ই জাহান