জাল ভোট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রে মোট ১৩৯৫ জন ভোটার। এর মধ্যে ৬৬৬ জন পুরুষ ও ৭২৯ জন নারী ভোটার রয়েছেন।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার রায় ওই কেন্দ্র ভোটগ্রহণ স্থগিতের সত্যতা নিশ্চিত করেছেন।
এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আয়ুব নখত জগলুলের ছোট ভাই নাদের বখত।
ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী এবং মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত পৌর চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের ছোট ভাই দেওয়ান গনিউল সালাদীন।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার রায় জানান, পৌরসভার ৪২ হাজার ৩২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২১ হাজার ১৪৯ জন পুরুষ এবং ২১ হাজার ১৭৩ জন নারী ভোটার রয়েছেন।
উত্তম কুমার রায় আরো জানান, নির্বাচন সুষ্ঠু করতে ৯টি ওয়ার্ডের প্রতিটি ভোট কেন্দ্রে ৬ জন আর্মড পুলিশসহ ২০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে।
এ ছাড়াও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮টি মোবাইল টিম ও ১টি স্ট্রাকিং টিম এবং ৩ প্লাটুন র্যাব ও ২ প্লাটুন বিজিবি টিম মাঠে টহল দিচ্ছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আয়ুব বখত জগলুল মৃত্যুবরণ করলে এ পদটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে। পরে ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/মাহবুব