সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
শনিবার দুপুরে দুবাই থেকে সিলেটে অবতরণ করার পর তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ওই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
ওসমানী বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্লাইটটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৮/মাহবুব