মৌলভীবাজার সদর উপজেলায় এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রিপন মিয়া, বয়স ২২ বছর। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আখাইলকুরা ইউনিয়নের পাগুরিয়া গ্রামে রিপনের মরদেহ তাদের মুদি দোকান থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে দোকানের ভেতরে ঘুমিয়েছিলেন রিপন। রবিবার সকালে তার বাবা দোকানে দিয়ে রিপনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, তার মাথায় দু'টি আঘাতে চিহ্ন রয়েছে। রাতে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রিপন মিয়া ওই গ্রামের কাছর মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৮/ওয়াসিফ