হবিগঞ্জের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে হত্যা ও একাধিক মামলার আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, সোমবার দিবাগত রাতে জেলার নবীগঞ্জ উপজেলার একটি হাওর থেকে হত্যাসহ সাত মামলার পরোয়ানাভূক্ত আসামি আলীম মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় দু’টি হত্যা মামলা, চুরি ও মারামারির ৫টি মামলাসহ মোট সাতটি মামলায় রয়েছে। সবগুলো মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি হিসেবে পালিয়ে বেড়াচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নুরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে করগাঁও গ্রামের একটি হাওড় থেকে তাকে গ্রেফতার করে।
আটক আলীম উপজেলার মুরার পাটলি গ্রামের রেজাক মিয়ার ছেলে।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে ১১ পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ