চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সিলেটজুড়ে বিশেষ নজরদারি শুরু করেছে র্যাব। সিলেট মহানগরী এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে র্যাবের বিশেষ নজরদারি চলছে। র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদের নেতৃত্বে এ বিষয়ে কাজ চলছে বলে জানা গেছে।
মঙ্গলবার র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, প্রশ্নফাঁস চক্রকে ঠেকাতে র্যাবের বিশেষ গোয়েন্দা কার্যক্রম চলছে। এছাড়া জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছে র্যাব। এ লক্ষ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিভাবক, শিক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৮/মাহবুব