মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর উপদেষ্টা হিসেবে সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন যোগদান করায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন বলেন, আত্মউপলব্ধিই হচ্ছে শিক্ষা। তবে শুধু শিক্ষিত হলেই চলবে না, জ্ঞানী হতে হবে। জ্ঞানী ব্যক্তি কখনোই কোনো খারাপ সিদ্ধান্ত নেন না। বৃত্তের বাইরে চিন্তা করতে হবে। এতে উদ্ভাবনী শক্তি বাড়বে। নিজেকে জানতে হবে। ভালো মানুষ হতে হলে কষ্ট করতে হবে। ভালো কাজের জন্য কষ্ট করতে হবে। পরিশ্রম করতে হবে, আত্মপ্রত্যয়ী হতে হবে। নিজেকে ভবিষ্যতের জন্য তৈরী করতে হবে।
মতবিনিময় সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, প্রফেসর এমিরেটাস মো. আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার