সিলেট নগরীর উত্তর বালুচর এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। রেদওয়ান আহমদ (১৫) নামের ওই কিশোর উত্তর বালুচরস্থ সোনার বাংলা আবাসিক এলাকার আব্দুল জব্বারের ছেলে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত হলে রেদওয়ান আহমদকে আজ দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলাস্থ ৯ নং ওয়ার্ড ভর্তি করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, বালুচরে এক প্রবাসীর বাসায় ভাড়া থাকে রেদওয়ানের পরিবার। বাসার প্রহরী জানিয়েছে, একটি পাইপের মধ্যে দেয়াশলাইয়ের বারুদ ঢুকানোর পর বিস্ফোরণ ঘটে রেদওয়ান আহত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেদওয়ানও এ কথা স্বীকার করেছে।
ওসি আখতার আরও বলেন, ‘কৌতুহলের বশবর্তী হয়ে নাকি নাশকতার উদ্দেশ্যে রেদওয়ান এ কাজ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে সে পুলিশ প্রহরায় ওসমানীতে চিকিৎসাধীন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার