সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামে দিপু মালাকার (৪০) ও তার ছেলে বিকাশ মালাকারকে (৭) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে তাদেরকে গ্রেফতারের পর মঙ্গলবার সন্ধ্যায় আদালতে হাজির করে পুলিশ। এ সময় সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেন।
গ্রেফতারকৃতরা হলো ওসমানীনগরের গলমুরকাপন এলাকার জাহেদ আলীর ছেলে জখলুস মিয়া, গদিয়ারচর এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে নজরুল ইসলাম এবং একই এলাকার মৃত আব্দুল কালামের ছেলে জয়নাল মিয়া।
ওসমানীনগর থানার পরিদর্শক মাঈন উদ্দিন জানান, গত সোমবার গভীর রাতে নিজ নিজ গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে গতকাল সন্ধ্যায় তাদেরকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
আদালত সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতরা দিপু মালাকারকে হত্যার আগে ধর্ষণ করে বলে স্বীকারোক্তি দিয়েছে।
গত ২৪ মার্চ ওসমানীনগরের একারাই গ্রামের ছোট হাওর এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় দিপু মালাকার ও বিকাশ মালাকারেরর লাশ উদ্ধার করে পুলিশ। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালাকারপাড়া এলাকার বাসিন্দা। ওসমানীনগরের গোয়ালাবাজারে ভাড়া বাসায় থাকতেন তারা। এ ঘটনায় দিপু মালাকারের ছেলে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৮/মাহবুব