সিলেটের ওসমানীনগর উপজেলায় দিপু মালাকারকে ধর্ষণের পর ছেলে বিকাশ মালাকারসহ মা-ছেলে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রেফতার রিয়াজ (২০) ময়মনসিংহের গৌরীপুরের কালীজুড়ি গ্রামের আবুল মিয়ার ছেলে। সে ওসমানীনগরের গদিয়ারচর এলাকায় বসবাস করে আসছিল।
এর আগে গত মঙ্গলবার এই ডাবল মার্ডারের সাথে সম্পৃক্ত সন্দেহে আরো ৩ ব্যক্তিকে আটক করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মাইন উদ্দিন রিয়াজকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে ছিল ঘটনার মূল পরিকল্পনাকারী।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৮/মাহবুব