সিলেটের জাফলংয়ে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং মোহাম্মদপুর ১নং আপে ট্রাক্টরের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিতহ সন্ধ্যা গোয়ালয় (৩০) জাফলংয়ের সঞ্জিত গোয়ালয়ের স্ত্রী। আহতরা হল জাফলং মোহাম্মদপুর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী রেহানা পারভীন (৩০) ও তার শিশু কন্যা হাফসা বেগম(১৩) এবং জৈন্তাপুর উপজেলার সারীঘাট ইন্ধাজু গ্রামের মৃত গৌছ মিয়া স্ত্রী নাজমা বেগম(৩০)।
বিডি প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৮/আরাফাত