সিলেটের ওসমানী নগরে দিপু মালাকার নামের এক গৃহবধূকে ধর্ষণের পর ছেলে বিকাশ মালাকারসহ মা-ছেলেকে হত্যার মূল পরিকল্পনাকারী রিয়াজ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ নেত্রকোনার কেন্দুয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহ জেলার গৌরীপুরের কালিজুড়ি গ্রামের আবুল মিয়ার ছেলে। সে সিলেটের ওসমানীনগর উপজেলার গদিয়ারচর এলাকায় বাস করতো। এর আগে ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করে। তারা এ ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিও দিয়েছে।
রিয়াজকে গ্রেফতারের কথা স্বীকার করে ওসমানী নগর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মাইন উদ্দীন জানান, রিয়াজ ধর্ষণ ও হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ছিল।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের হাওর থেকে দিপু মালাকার ও তার ছেলে বিকাশ মালাকারের লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার