সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে ‘শিলং তীর’ নামক জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ নগরীর তালতলায় অভিযান চালিয়ে ৬ জন, ঘাসিটুলা থেকে ৩ জন ও বেতবাজার থেকে ১ জনকে আটক করা হয়। আজ বিকেলে নগরীর তালতলাস্থ আনা ম্যানশনে ‘শিলং তীর’র একটি আসরে অভিযান চালায় কোতোয়ালী পুলিশের একটি দল। সেখান থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এসময় ১৫-২০ জন জুয়াড়ি পালিয়ে যায়।
এদিকে, আজ সকালে নগরীর ঘাসিটুলা মোকামবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রীও উদ্ধার করা হয়। এছাড়া ঘাসিটুলা বেতের বাজারের আলফু মিয়ার কলোনির সামনে থেকে ‘শিলং তীর’ জুয়া খেলার সামগ্রীসহ এক যুবককে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন