নতুনের কেতন উড়িয়ে আবার এসেছে বৈশাখ। প্রকৃতির জড়তা-জীর্ণতা ধুয়ে-মুছে নিতে বৈশাখ আসে বাঙালির দুয়ারে। এসেছে এবারও। আজ পহেলা বৈশাখ ১৪২৫। উৎসবমুখর পরিবেশে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও ব্যাপক আয়োজনের মধ্য নতুন বছরকে বরণ করা হচ্ছে।
সিলেটে গত কয়েক বছর থেকে কোনো বৈশাখী মেলার আয়োজন নেই। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কিনব্রিজ মোড়ে যে ৩ দিনের বৈশাখী মেলার আয়োজন হতো গত দুই বছর থেকে তাও হচ্ছে না। আর তাই সিলেটে বাংলা নববর্ষ বরণের প্রধান আয়োজন বলতে গেলে আনন্দ লোক আয়োজিত শ্রীহট্ট সংস্কৃতি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার ভোরে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সুষমা দাস। এখানে অনুষ্ঠান চলবে বেলা ২টা পর্যন্ত। সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজিত শত কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ব্লু বার্ড স্কুলে।
এছাড়াও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সি, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, এমসি কলেজ, মহিলা কলেজ, মদনমোহন কলেজসহ সিলেটের প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষবরণ করা হচ্ছে বর্ণাঢ্য আয়োজনে। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার সাংস্কৃতিক সংগঠনগুলোও বর্ষবরণ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে।
এছাড়াও বিভিন্ন উপজেলা সদর ও গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাপক কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ চলছে।
সিলেট মহানগরী আইনশৃঙখলা বাহিনী নগরবাসীর নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কিনব্রিজ মোড়ে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে ১৪২৪ বাংলা বছর কে বিদায় জানানোর পাশাপাশি মঙ্গল প্রদীপ জেলে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। অনুষ্ঠানে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের চেনা-অচেনা মুখগুলোর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুমেরি জামান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সিলেটে স্বতঃস্ফূর্তভাবেই বাংলা নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব