সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে দালালদের দৌরাত্ম দিনে দিনে বেড়েই চলেছে। এখানে সেবা নিতে আসা ব্যক্তিদের বিভিন্ন প্রলোভনে ফেলে ও সহজে কাজ করে দেওয়ার কথা দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে চলেছে একটি চক্র। তাদের দৌরাত্মে যথাযথভাবে কাজ করতে পারছিলেন না কর্মকর্তারাও। এর প্রেক্ষিতে শাহজালাল উপশহরস্থ সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সোমবার অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে হাতেনাতে ৫ দালালকে আটক করা হয়।
আটকরা হলো- শাহনূর চৌধুরী, মাসুম আহমদ, আমির হোসেন, তাহের আলী, ও আলেক মিয়া।
এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকার জানান, দালালের দৌরাত্ম নিয়ে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সেখানে নজরদারির পর অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম