সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে বদরুল আমিন (২০) নামের ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। বদরুল উপজেলার দরাকুল গ্রামের মুমতাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বদরুল আমিন। বুধবার ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা বাড়ি ফেরার পথে দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, বদরুল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার