সিলেটে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এই প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরু।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।
প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইযুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক প্রমুখ। এ প্রতিনিধি সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি সভায় বক্তারা বলেন, ‘আওয়ামী সরকার গণতন্ত্রকে অনেক আগেই হরণ করেছে। ৩০ ডিসেম্বর প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন নামক নাটক মঞ্চায়ন করে অবৈধ সরকার ক্ষমতা দখলে রেখেছে। এ সরকার বিশ্বের বুকে অগণতান্ত্রিক, ভোট ডাকাত, স্বৈরাচারী সরকার হিসেবে পরিচিত পেয়েছে। দেশ ও জাতির কাছে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে আওয়ামী সরকার। মিথ্যা, গায়েবি মামলা দিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের কারাবন্দি করে রেখেছে। দেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে দিনের পর দিন মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখে মানসিক নির্যাতন করছে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন