আসন্ন রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রমজানে কম মুনাফায় দ্রব্যমূল্য বিক্রয়, খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার সকালে নগর ভবনে নগরীর ব্যবসায়ী, প্রশাসন ও সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র আরিফ বলেন, ‘রমজান মাসে ভোগ্যপণ্যের দাম বাড়ালে কিংবা পণ্যে ভেজাল মেশালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরবাসীর স্বার্থে সবধরনের পদক্ষেপ নেবে সিসিক।’
তিনি বলেন, ‘আত্মশুদ্ধির মাস হলো মাহে রমজান। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। রমজানে কম মুনাফায় দ্রব্যমূল্য বিক্রয়, ফরমালিন মিশ্রিত ফলমূল বিক্রয় না করা, খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়
ক্ষমমতার মধ্যে রাখতে হবে। কোনোভাবেই খোলা অবস্থায়, সড়কের পাশে ইফতার সামগ্রীর পসরা বসানো যাবে না।’
অসুস্থ গরু-ছাগল জবাই না করা ও নির্ধারিত মূল্যে ভেজাল মুক্ত মাংস বিক্রয় করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, মখলিছুর রহমান কামরান, রকিবুল ইসলাম ঝলক, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, নাজনীন আক্তার কনা, মাসুদা সুলতানা, সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, এসএমপির সহকারী কমিশনার মো. ইসমাইল, র্যাব-৯ এর ডিএডি মো. নূরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ফিল্ড অফিসার মো. আব্দুল বারী, পিডিবির সহকারী প্রকৌশলী মো. জমির আলী, ইমাম সমিতির সভাপতি মোহাম্মদ এহসান উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় রমজানে বিদ্যুতের লোডশেডিং যাতে না হয় সেদিকে নজর রাখতে বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানান মেয়র আরিফ। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে পুলিশ, র্যাব ও ট্রাফিক বিভাগের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন