পানিসম্পদ উপমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম আজ বুধবার সকালে সুনামগঞ্জ শহরের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নদী ভাঙন রোধে সাথে সাথে কাজ শুরুর নির্দেশ দেন।
তার সাথে পরিদর্শনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়ুরল হুদা চপল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা জহির সিকদারসহ স্থানীয় নেতারা তার সাথে ছিলেন।
মন্ত্রী সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক কর্মীদের রাতের আড্ডাস্থল লঞ্চঘাটে ভাঙন এলাকা দেখা শেষে সবার সাথে চা পান করেন।
বিডি প্রতিদিন/ফারজানা