দীর্ঘদিন থেকে মশার যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন নগরবাসী। গেলো দুইবছর থেকে মশক নিধনে সিটি করপোরেশনেরও কার্যকর কোন পদক্ষেপই ছিল না। তাই মশক নিধনের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন নগরবাসী। অবশেষে রমজানের আগে মশক নিধনে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। আগামী এক সপ্তাহের মধ্যে নগরীর সবকটি ওয়ার্ডে ফগার মেশিন ও লিক্যুইড ওষুধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- খানিকটা বিলম্বে হলেও মশা নিধন অভিযান শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে মশক নিধন কার্যক্রম শেষ হবে। এরপরও প্রয়োজন হলে এই অভিযান অব্যাহত রাখা হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন