সিলেটের ওসমানীনগরে বাদল মালাকার (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া গ্রামের ভিরু মালাকারের ছেলে। নিহত বাদল পেশায় রিকশাচালক ছিলেন বলে জানা গেছে।
গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের লামাপাড়া কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। ঘটনাস্থলে একটি রিকশা পাওয়া গেছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার দুপুরের খাবার খেয়ে রিকশা নিয়ে বাদল বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়ি ফিরেনি। রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধারের পর খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাকে সনাক্ত করে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন