সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার মালবাহী গাড়ির চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
শনিবার দুপুরে দক্ষিণ সুরমার পারাইচকস্থ সংগঠনের কার্যালয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের অর্ন্তভুক্ত ১৭টি আঞ্চলিক কমিটি নিয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি আবু সরকার এ কর্মসূচি ঘোষণা দেন।
ট্রাক থেকে চাঁদাবাজি ও ওভারলোড বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আগামীকাল রবিবার থেকে এই ধর্মঘট পালন করা হবে। ধর্মঘটের আওতায় ওই সড়কে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। অন্যসব যানবাহন চলাচল করবে।
জানা গেছে, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ওভারলোড বন্ধ ও ট্রাক থেকে প্রতিনিয়ত চাঁদাবাজির প্রতিবাদে ১৭ থানা আঞ্চলিক কমিটি নিয়ে জেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি জুবের আহমদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক আহমদ আলী স্বপন প্রমুখ।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৯/আরাফাত