মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে সিলেটে দুই সুপার শপকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুপার শপ আগুরা ও রিফাত এন্ড কোম্পানিকে এ জরিমানা করা হয়।
নগরীর জিন্দাবাজারে রিফাত এন্ড কোম্পানিকে মেয়াদোর্ত্তীণ মসলা বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর সুবিদবাজারে আগুরা সুপার শপে ভোজ্য তেলের বোতলে মেয়াদোর্ত্তীণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়েজ উল্লাহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার