এবার এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার কিছুটা বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এবার পাশের হার ৭০ দশমিক ৮৩। যা গতবছরের তুলনায় দশমিক ৪১ ভাগ বেশি। তবে গতবারের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে ৪৩৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১৯১ জন, এবার পেয়েছে ২ হাজার ৭৫৭ জন।
এবার সিলেট শিক্ষাবোর্ড থেকে এসএসসি পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৭১ জন অংশ নিয়ে পাশ করেছে ৮০ হাজার ১৬২ জন। এর মধ্যে ৪৯ হাজার ১০৫ জন ছাত্রের মধ্যে ৩৫ হাজার ৪৫৯ জন এবং ৬৪ হাজার ৬৬ জন ছাত্রীর মধ্যে ৪৪ হাজার ৭০৩ জন ছাত্রী পাশ করেছে। ছেলেদের পাশের হার ৭২ দশমিক ২১ ও মেয়েদের ৬৯ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪২৬ জন ছেলে ও ১ হাজার ৩৩১ জন মেয়ে। এবার পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৯৪ দশমিক ১৭, মানবিক বিভাগে ৬৩ দশমিক ৫ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৭ দশমিক ২৫ ভাগ শিক্ষার্থী পাশ করেছে। সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে গণিতে।
বিডি প্রতিদিন/এ মজুমদার