সিলেট নগরীর দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পার্শ্বস্থ ফলবাজার থেকে সাড়ে ১২ টন মেয়াদোত্তীর্ণ ভেজাল খেজুর জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ অভিযানে এসব খেজুর জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ খেজুর রাখা ও বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ও র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
অভিযানকালে যে তিনটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়া যায়, সেগুলো হলো- বিসমিল্লাহ ট্রেডার্স, আনিসা ফ্রুট এজেন্সি ও হাজী হানিফ এন্টারপ্রাইজ।
র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ জানান, মেয়াদোত্তীর্ণ খেজুরের মজুদ থাকার বিষয়ে আমাদের কাছে গোপন তথ্য ছিল। তার ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার