সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য গোলাম রহমান চৌধুরী রাজনকে গ্রেফতার করেছে শাহপরাণ (র.) থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শিবগঞ্জ এলাকা থেকে পুরনো একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৬ সালের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম রহমান চৌধুরী রাজনকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৯/মাহবুব