হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাথরবোঝাই ট্রাক উল্টে চালক মোশাররফ হোসেন (৪৮) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ওলিপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক মোশাররফ হোসেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের আমির হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি ওলিপুরে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মোশাররফ মারা যান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম