সিলেটে সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টারিংয়ের সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্যদের ধাওয়া করেছে ছাত্রলীগ। পরে বিভিন্ন দেয়ালে সাঁটানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলে তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ফজরের নামাজের পর সিলেট নগরীর তারাপুর ও পল্লবী আবাসিক এলাকার বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এ দৃশ্য দেখে ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন আহমেদের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে হিযবুত সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা দেয়াল থেকে পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন।
পোস্টারে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশের মানুষকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছিল।
তবে হিযবুত তাহরীরের পোস্টারিংয়ের বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেছেন জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুন অর রশীদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন