সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ফের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের নূরুল ইসলাম নাজ। কনজারভেটিভ পার্টি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি স্পেলটর্ন বারাহ কাউন্সিলের এসফোর্ড টাউন ওয়ার্ডেও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একই ওয়ার্ডে তিনি গেলোবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
নূরুল ইসলাম নাজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগনপাড়া গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে।
প্রথমবার নির্বাচিত হওয়ার পর সেখানকার মানুষের বিভিন্ন মৌলিক ও কমিউনিটি সমস্যা নিয়ে কাজ করেন নূরুল ইসলাম। তার কর্মোদ্যম সবার কাছে প্রশংসিত হয়। যার ফলস্বরূপ তিনি দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
নূরুল ইসলাম আশাপ্রকাশ করেছেন আগামী ২০২১ সালে অনুষ্ঠেয় কান্ট্রি কাউন্সিল নির্বাচনেও ভোটাররা তার পক্ষে ভোট দেবেন। ভোটারদের আস্থার প্রতিদান দিতে তিনি তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন নূরুল।
প্রসঙ্গত, এবার স্থানীয় সরকার নির্বাচনে বিপর্যয়ে পড়ে কনজারভেটিভ পার্টি। গোটা যুক্তরাজ্যে দলটির প্রায় ১৩শ কাউন্সিলর প্রার্থী পরাজিত হয়েছেন। এই বিপর্যয়ের মধ্যে নূরুল ইসলাম দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে চমকই দেখিয়েছেন বলে মনে করছেন সেখানকার বাঙালি কমিউনিটির লোকজন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন