সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ছাত্রলীগ নেতার ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।
শনিবার দুপুর ১টার দিকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রধান ফটকের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করেন। পরে তারা মানববন্ধনও করেন। এছাড়া একই দাবিতে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা হুমকিদাতা দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ১০-১৫ জন সহকর্মী মিলে ছাত্রলীগের এককর্মীকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় রোগীর সাথে একজন থেকে বাকি সবাইকে বাইরে যেতে বলেন চিকিৎসকরা। এনিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা চিকিৎসকদের উপর চড়াও হন। একপর্যায়ে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার হোসেন উত্তেজিত হয়ে ছোরা বের করে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরিকাঘাতের হুমকি দেন। এছাড়া হাসপাতাল থেকে বের হওয়ার পর তাকে ধর্ষণেরও হুমকি দেন সারোয়ার।
বিডি প্রতিদিন/হিমেল