ইতালি যাওয়ার জন্য জন্য সিলেটের রাজা ম্যানশনের ইয়াহিয়া ওভারসীজ নামের একটি এজেন্সির সাথে ৮ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ফেঞ্চুগঞ্জের চার যুবক। প্রায় পাঁচ মাস আগে সেই স্বপ্নের ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন তারা। কিন্তু সাগরে ট্রলার ডুবিতে সেই স্বপ্ন পুরন হয়নি তাদের।
জানা গেছে- প্রায় উপজেলার সেনেরবাজার কটালপুর এলাকার মুহিদপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ হোসেন (২৪), একই গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৫), সিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া (২৪) ও মানিকোনা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে আফজাল মোহাম্মদ (২৫) গত পাঁচ মাস আগে ইটালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন। দালালচক্র প্রথমে তাদেরকে নিয়ে যায় ভারতে। ভারতে কিছুদিন রেখে তারপর তাদের নিয়ে যায় শ্রীলংকায়। আর শ্রীলংকা থেকে লিবিয়া। এই তিন দেশে গেলেও ইতালিতে যাওয়া হল না তাদের। সাগরে ট্রলার ডুবিতে প্রাণ হারিয়েছেন তারা।
৮ লাখ টাকার বিনিময়ে তাদেরকে তিালি পৌছে দেয়ার কথা ছিল জিন্দাবাজার রাজা ম্যানশনের তৃতীয় তলার ১১৭ নম্বর দোকান ইয়াহিয়া ওভারসীজের। এজেন্সিটির মালিক এনাম আহমদের বাড়িও ফেঞ্চুগেঞ্জে।
ঘটনার পর আর খোলেনি এজেন্সিটি। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার গিয়েও তালাবদ্ধ পাওয়া গেছে। আর তাদের ব্যবহৃত সবকটি মোবাইল নম্বরই বন্ধ।
মৃতের স্বজনরা জানিয়েছেন- ঘটনার পর আর কোন খোঁজ পাওয়া যায়নি এনাম আহমদের। তাদের দাবী তিনি পলাতক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন