আন্তর্জাতিক নার্সেস দিবস ও নার্সিং পেশার জনক ফ্লোরেন্স নাইটিংগেল'র জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ও নার্সিং কলেজের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় র্যালিটি হাসপাতাল করিডোর থেকে শুরু হয়ে কাজলশাহ এলাকা প্রদক্ষিণ শেষে হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে শেষ হয়।
পরে বিএনএ ওসমানী মেডিকেল শাখার সভাপতি শামীমা নাছরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী, ইনস্ট্রাক্টর সুমা রানী দত্ত।
বিডি-প্রতিদিন/তাফসীর