সিলেট নগরীর পার্কভিউ মেডিকেল কলেজের এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রিয়াঙ্কা তালুকদার নামের ওই চিকিৎসক পার্কভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের লেকচারার ছিলেন।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রিয়াঙ্কা নগরীর পশ্চিম পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকার ২৫ নম্বর বাসার দিবাকর চন্দ্র দেব কল্লোলের স্ত্রী। তাদের তিন বছরের একটি ছেলে আছে।
জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুনুর রশীদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/তাফসীর