অবৈধভাবে মাটি বিক্রি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) একটি ট্রাক। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাকের চালক নান্নু মিয়া। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার নুরপুর পাঠানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা হানিফুর রহমান জানান, নগরীর ১৭নং ওয়ার্ডের ড্রেন খনন করে উত্তোলিত মাটি দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলার দায়িত্ব দেয়া হয় চালক নান্নু মিয়াকে। কিন্ত তিনি ট্রাক দিয়ে মাটি নিয়ে ডাম্পিং স্টেশনে না ফেলে তা পাঠানপাড়ার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। ট্রাক দিয়ে মাটি বিক্রি করে ফিরে আসার সময় নূরপুর নামক স্থানে রেললাইনের উপর ট্রাকটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ট্রেনটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয় চালক নান্নু মিয়া। এ ঘটনায় নান্নু মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান হানিফ।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৯/মাহবুব