সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ায় নিখোঁজ হওয়া বিয়ানীবাজারের সাহেদ আহমদের খোঁজ পাওয়া গেছে। বিষয়টি পরিবারের সদস্যদের মুঠোফোনে তিনি জানিয়েছেন।
সাহেদের পারিবারিক সূত্র জানিয়েছে- তিউনিসিয়ায় সরকারি ক্যাম্পে সুস্থ আছেন বলে রবিবার ইফতারের আগে জানিয়েছেন।
সাহেদ আহমদ খান (৩২) বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কচকট খা গ্রামের সাব্বির আহমদ খানের ছেলে।
গত বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশ্যে রওয়ানা হয়। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে শনিবার সকালে জারযিজ শহরের তীরে নিয়ে আসে। উদ্ধার হওয়া অভিবাসীরা জানায়, সাগরের পানিতে তারা প্রায় আট ঘণ্টা ভেসে ছিল। উদ্ধার হওয়া ১৬ জনের ১৪ জনই বাংলাদেশি বলে জানা গেছে।
উপকূলে ট্রলার ডুবিতে মারা যাওয়া অভিবাসীদের মধ্যে সিলেটের ৭ জনের পরিচয় জানা গেছে। উদ্ধার হওয়াদের মধ্যে সিলেটের দুই যুবক রয়েছেন। তারা সবাই নিউ ইয়াহিয়া ওভারসীজের মালিক এনামূল হকের মাধ্যমে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার