Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ মে, ২০১৯ ১৪:৫৩
আপডেট : ১৯ মে, ২০১৯ ১৫:২১

রিকশায় চড়ে অভিযানে মেয়র আরিফ

সিলেট ব্যুরো:

রিকশায় চড়ে অভিযানে মেয়র আরিফ

গাড়ি নষ্ট থাকায় রিকশায় চড়েই শনিবার রাতে নগরীতে অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর নয়াসড়ক পয়েন্টে ফুটপাত দখল করে বসা দোকান উচ্ছেদে এ অভিযান চালান তিনি।

জানা গেছে, নয়াসড়ক পয়েন্টে ফুটপাতের উপর বসা হকারদের বেশকয়েকদিন ধরে সতর্ক করছিলেন মেয়র আরিফ। কিন্তু তবুও তারা না উঠায় শনিবার রাতে এ অভিযান পরিচলনা করা হয়। এসময় মেয়রের ব্যবহৃত গাড়িটি নষ্ট থাকায় তিনি বাসা থেকে রিকশাযোগ নয়াসড়ক পয়েন্টে আসেন এবং সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের আগে থেকেই সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেন। 

অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য